July 31, 2025, 12:54 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
বগুড়ায় শিশির মেমোরিয়াল মুনস্টার ক্লাবের আয়োজনে কেরাম টুর্ণামেন্টের ফাইনাল খেলা

বগুড়ায় শিশির মেমোরিয়াল মুনস্টার ক্লাবের আয়োজনে কেরাম টুর্ণামেন্টের ফাইনাল খেলা

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের ১৭নং ওয়ার্ডের জয়পুরপাড়ায় শিশির মেমোরিয়াল মুনস্টার ক্লাবের আয়োজনে কেরাম টুর্ণামেন্টের ফাইনাল খেলা অত্র ক্লাবের সহ সভাপতি ইকবাল হোসেন বাবলু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন প্রধান অতিথি নিউ নূর মহল জুয়েলার্সের সত্ত্বাধিকারী ও ১৭নং ওয়ার্ড বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ সুমন।
উক্ত ফাইনাল খেলায় রকসি ও মামুন ২-১ গেমে সজিব ও আরমানকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করে। ক্লাবের সহ সাধারন সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক আসিফুর রহমান রুহেল, সহ সভাপতি রুমেল, সহ সাধারণ সম্পাদক লিটন সরকার লিটু, দপ্তর সম্পাদক রেজওয়ান সবুরসহ ক্লাবের সকল নেতৃবৃন্দ। টুর্ণামেন্টে ২৪ টি দলে মোট ৪৮ জন খেলোয়াড় অংশ গ্রহন করে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com