August 17, 2025, 10:25 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
বন্দরবাজার হোটেল থেকে ২ তরুণীর সাথে ৮ পুরুষ আ ট ক

বন্দরবাজার হোটেল থেকে ২ তরুণীর সাথে ৮ পুরুষ আ ট ক

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে চলছে অনৈতিক কাজ। এবার মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ধরা পড়েছেন ৮ পুরুষের সাথে দুই নারী।
মঙ্গলবার (২৪ জুন) রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, মো. ওয়াজিদুর রহমান (৪৭), রাহুল কুড়ি (২২), মো. রিফাত ইসলাম (২৩), পলাশ (২২), সজিব আহম্মদ রাহি (১৯), হাসান আহম্মদ (২৪), মো. নুরুল ইসলাম (২৮). মো. আব্দুস শুক্কুর (৩০). আনিকা আক্তার রূপা (২২) ও আফসানা বেগম (২৩)।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com