July 31, 2025, 1:03 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
বিনাপ্রতিদ্বন্ধিতায় লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

বিনাপ্রতিদ্বন্ধিতায় লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত


সিলেট জেলা ক্রীড়া সংস্থায় তালিকাভূক্ত লাউয়াই স্পোর্টিং ক্লাব-এর কার্যকরী কমিটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে লাউয়াই স্পোর্টিং ক্লাব কর্তৃক গঠিত নির্বাচন কমিশন-’২৪ এ ফলাফল ঘোষণা করে। এতে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম নির্বাচিত হন।সংগঠনের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাতে লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ক্লাবের চতুর্বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠনের নিমিত্ব দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি, যুক্তরাজ্য থেকে প্রচারিত ‘দৈনিক সত্যবাণী’ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরকে প্রধান নির্বাচন কমিশনার এবং ইক্বরা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক মোঃ আব্দুস সালাম গয়াস ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাইকে নির্বাচন কমিশনার মনোনীত করে নির্বাচন কমিশন-২৪ গঠন করা হয়।
গঠিত নির্বাচন কমিশন যথাযথ বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করে তফসিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদে গোলাম হাদী ছয়ফুল এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল ইসলাম প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় স্বাভাবিকভাবেই দু’টি পদে দাখিলকৃত পৃথক দু’জন প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে গত শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ী ২ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিগগির-ই নির্বাচন কমিশন এবং ক্লাব সদস্যদের সাথে আলোচনাসাপেক্ষ ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অপর ৩৫টি পদ পুরণ করবেন। ক্লাবের বিধি অনুযায়ী শপথ গ্রহণের পর নির্বাচিত কমিটি পরবর্তী ৪ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com