August 17, 2025, 10:17 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
সিলেটে ৬ মাসে জ ব্দ ২০০ কোটি টাকার চোরাই পণ্য

সিলেটে ৬ মাসে জ ব্দ ২০০ কোটি টাকার চোরাই পণ্য

নিজস্ব প্রতিবেদক : সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এমন বাস্তবতায়, গত ছয় মাসে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২০০ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২৫ জুন) সিলেটের জৈন্তাপুর সীমান্তে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, “সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক ও অন্যান্য চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি পর্যটন এলাকায় পাথর লুটসহ অন্যান্য অপরাধ দমনে তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।”
এর আগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জৈন্তাপুর সীমান্তে এক মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি। সভায় বিজিবির পাশাপাশি পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
সভা শেষে সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে মেডিকেল সেবা ও ঔষধ দেওয়া হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com