July 17, 2025, 1:20 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিবগঞ্জে বিএনপির ভোট বর্জন উপলক্ষে পথসভা

শিবগঞ্জে বিএনপির ভোট বর্জন উপলক্ষে পথসভা

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি’র আয়োজনে বর্তমান সরকারের অধীনে ভোট বর্জনের অংশ হিসাবে গতকাল শুক্রবার পৌর এলাকার সোনালী ব্যাংক চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

থানা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম এর সভাপতিত্বে ভোট বর্জন ও লিফলেট বিতরণ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শিবগঞ্জ থানা বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মাহমুদ হোসেন তৌফিক, তোফায়েল আহমেদ সাবু, আব্দুল ওয়ারেছ আকন্দ, আকবর আলী তালুকদার, ডা. স্বাধীন, তাহেরুল ইসলাম, হারুন মাস্টার, ইদ্রিস আলী, মহিলা নেত্রী মিনেরা বেগম, যুবদল খালিদ হাসান আরমান প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com