নিউজ ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি হঠাৎ করেই দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে তার অবস্থানের খবর নিশ্চিত করেন। তবে হঠাৎ এই সফরের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট কিছু জানাননি।
নিউইয়র্ক পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” লোকেশন হিসেবে উল্লেখ করেন—নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই ক্যাপশন ও চেকইন দেখে অনেকেই ধরে নিয়েছেন, হয়তো তিনি দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা নিয়ে দেশ ছাড়লেন।
কেন হঠাৎ যুক্তরাষ্ট্রে যাওয়া—এ বিষয়ে জানতে চাইলে মাহি বলেন, “ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।” আর দেশ থেকে চলে যাচ্ছেন কি না—এই প্রশ্নে জবাবে তিনি জানান, “আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে একটু ঘুরে দেশে ফিরে যাব।” তবে ফেসবুকে ‘বিদায়’ লেখার বিষয়টি জানতে চাইলে তিনি কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল হেসে এড়িয়ে যান।
মাহিয়া মাহি ঢালিউড চলচ্চিত্রে অভিষেক ঘটান ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে। অভিনয়ের শুরুতেই তার সাবলীল পারফরম্যান্স এবং রূপ-লাবণ্য দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেন। এরপর একে একে ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘রোমিও বনাম জুলিয়েট’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের কারণে ধীরে ধীরে অভিনয় থেকে ছিটকে পড়েন।