September 7, 2025, 8:06 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ২৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল সিলেট দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার বন্দরবাজার হোটেল থেকে ২ তরুণীর সাথে ৮ পুরুষ আ ট ক সিলেটে ৬ মাসে জ ব্দ ২০০ কোটি টাকার চোরাই পণ্য অ্যাড. আব্দুল গফফারের মৃ ত্যু তে বিএনপি নেতা আসকির আলীর শোক করোনা : নতুন আক্রান্ত ১৯ জন, মৃত্যু ৩ জনের সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
বেলুনে করে দেশ পাড়ি দিল করোনা!

বেলুনে করে দেশ পাড়ি দিল করোনা!

 

সিলেটেরআলো ডেস্কঃ
দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত দিয়ে বেলুনে করে আসা বস্তু স্পর্শ করার কারণেই উত্তর কোরিয়ায় করোনা ছড়িয়েছে বলে দাবি দেশটির।

উত্তর কোরিয়ার সরকারি তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

দেশটির দাবি, গত এপ্রিলে গোড়ায় ইফো-রি পাহাড়ে এসে পড়া অজ্ঞাত কিছু বস্তু খুঁজে পাবার পর ১৮ বছর বয়সী একজন সৈনিক এবং তার পাঁচ বছরের সন্তান করোনায় আক্রান্ত হোন। এরপর থেকে উত্তর কোরিয়ায় করোনা দ্রুত ছড়িয়ে পড়েছে।

বিবিসির তথ্য মতে, উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া ব্যক্তি ও অধিকারকর্মীরা বহু বছর ধরে সীমান্ত দিয়ে বেলুনে করে বিভিন্ন লিফলেট, প্রচারপত্র ও মানবিক সহায়তা পাঠিয়ে আসছে। তবে হঠাৎ করেই উত্তর কোরিয়া বেলুনে করে করোনা ছড়িয়ে পড়ার দাবি করছে। যদিও দক্ষিণ কোরিয়া বলছে, এভাবে সীমান্ত পার হয়ে করোনা চলে যাওয়া ‘একেবারেই অসম্ভব’।

এ দিকে জনগণকে সতর্ক করে উত্তর কোরিয়া জানিয়েছে, বাতাসে কিংবা অন্য কোনো আবহাওয়াজনিত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কোনো বহিরাগত বস্তু বা বেলুন এলে তা সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

উত্তর কোরিয়া বিশেষজ্ঞ অধ্যাপক লিম ইউলচুল বলছেন, চীনে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার মালবাহী ট্রেনের চলাচল শুরু হয়। এ অবস্থায় চীন থেকে উত্তর কোরিয়ায় করোনা ঢুকার ধারণা কূটনৈতিকভাবে নতুন প্রশ্নের জন্ম দিতে পারে।

তিনি বলেন, চীন থেকে করোনা এসেছে এটা বলা মানেই চীন-উত্তর কোরিয়া সীমান্তে কঠোর কোয়ারিন্টিন ব্যবস্থা চালু করতে হতো। আর এটাকরলে উত্তর কোরিয়া ও চীনের মধ্যে বাণিজ্য বড়ধরনের ক্ষতির মুখে পড়ত।

 

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com